ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৪।Dhaka To Cox’s Bazar Train Schedule and Price 2024

0




গত ১১ নভেম্বর দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে কক্সবাজারের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল সংযোগ চালু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১ ডিসেম্বর থেকে চলবে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তঃনগর ট্রেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী কোচের রেক দিয়েই ঢাকা-কক্সবাজার রুটের বিরতিহীন ট্রেন চালাবে রেলওয়ে।




এছাড়া আরও জানানো হয়, প্রথম সপ্তাহেই চট্টগ্রাম থেকে আরও একটি ট্রেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রাম-দোহাজারী লোকাল ট্রেন সার্ভিস পুনরায় চালু করা হবে। এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের ভাড়া তালিকা ও সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।




ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি ২০২৪

ট্রেনের নামঢাকা থেকে ছাড়ার সময়কক্সবাজার পৌঁছানোর সময়
কক্সবাজার ট্রেন (৮১৪)রাত ১০:৩০ মিনিটসকাল ৬:৪০ মিনিট




কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ২০২৪

ট্রেনের নামকক্সবাজার থেকে ছাড়ার সময়ঢাকা পৌঁছানোর সময়
কক্সবাজার ট্রেন (৮২৪)দুপুর ১:০০ টায়রাত ৯:১০ মিনিট




ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকেট মূল্য-২০২৪

আসনের শ্রেণীটিকেটের মূল্য
শোভন চেয়ার (S-CHAIR৫০০ টাকা
১ম শ্রেণী কেবিন সিট (F-BERTH) ৭৭১ টাকা
স্নিগ্ধা এসি চেয়ার (SNIGDHA)৯৬১ টাকা
ননএসি বাথ (Non-AC-B) ১১৫০ টাকা
এসি সিট (AC-S)১১৫০ টাকা
এসি বাথ (AC-B)১৭২৫ টাকা

ট্রেনের টিকেট কাটতে ক্লিক করুন-railway.gov.bd




ঢাকার ট্রেনটি (৮১৪) রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। ফিরতি পথে বেলা ১টায় কক্সবাজার থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবে। সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। ট্রেনটি শুধু চট্টগ্রাম স্টেশনে ৩০ মিনিটের যাত্রাবিরতি দেবে।  

অন্যদিকে ৮২৪ নম্বর ট্রেন কক্সবাজার থেকে সকাল ৭টায় ছেড়ে বেলা ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। সময় লাগবে ৩ ঘণ্টা ৫ মিনিট। অন্য ট্রেনটি (৮২১) সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ১০টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। সময় লাগবে ৩ ঘণ্টা ২০ মিনিট।  

ঢাকা-কক্সবাজার আন্তঃনগরে কোচ থাকবে ১৮টি। আসন থাকবে দিনের বেলায় ৮২৪টি, রাতে ৭৭৯টি। অন্তত ২০ শতাংশ আসন চট্টগ্রামের যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।  




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here