ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka To Dewanganj Train Schedule and Price 2022

দেওয়ানগঞ্জ থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dewanganj To Dhaka Train Schedule and Price 2022

0
@Iftekhar Khan Pratik

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ১১২ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রেলপথে প্রধান দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আন্তঃনগর ট্রেন দুইটি হল তিতাস এক্রপ্রেস ৭০৮ এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ ট্রেন। ট্রেন দুটি ভিন্ন সময়ে রেলপথে যাতায়াত করে।




ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
তিতাস এক্সপ্রেস (৭০৭)সোমবার০৭ঃ৩০১২ঃ৪০
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)নাই১৮ঃ১৫২৩ঃ৫০
ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেনগুলো সাথে মেল এক্রপ্রেস এর লোকাল ট্রেন গুলো যাতায়াত করে। লোকাল ট্রেন গুলো হল দেয়ানগঞ্জ যাত্রী (৪৭), ভাওয়াল এক্সপ্রেস ( ৫৬) এবং জামালপুর যাতায়াত (৫১ )। আপনি চাইলে লোকাল ট্রেন গুলোতে নিরাপত্তার সাথে সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন।




ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
দেওয়ানগঞ্জ যাত্রী(৪৭)নাই০৫ঃ৪০১১ঃ৪০
ভাওয়াল এক্সপ্রেস(৫৫)নাই২১ঃ২০৫ঃ৪০
জামালপুর যাতায়াত(৫১)নাই১৫ঃ৪০২২ঃ১৫

ঢাকা টু দেওয়ানগঞ্জ আন্তঃনগর ট্রেনের টিকিটের মূল্য:




আসন বিভাগটিকিটের মূল্য
শোভন১৮৫ টাকা
শোভন চিয়ার২২৫ টাকা
প্রথম আসন৩০০ টাকা
প্রথম বার্থ৪৪৫ টাকা
স্নিগ্ধা৪২৬ টাকা
এসি৫১২ টাকা
এসি বার্থ৭১১ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here