ঢাকা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka To Ishwardi Train Schedule and Price 2022

ঈশ্বরদী থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Ishwardi To Dhaka Train Schedule and Price 2022

0
@Mahin Hasan

ঢাকা থেকে ঈশ্বরদী রেলপথের ২১০ কিলোমিটার দূরত্বের দীর্ঘ এ যাত্রাপথে বিভিন্ন রকমের ট্রেন চলাচল করে। ঢাকা থেকে ঈশ্বরদী রেল পথে সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) এবং চিত্রা এক্সপ্রেস (৭৬৪) আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে। আন্তঃনগর ট্রেনগুলো সঠিক সময়ের মধ্যে চলাচল করে যাত্রীদের নিরাপদ আনন্দ দেয়। মেইল এক্সপ্রেস ট্রেনের চেয়ে অন্তনগর ট্রেনগুলোতে যাতায়াত অনেকটা সুবিধাজনক।




ঢাকা টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী 

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)বুধবার০৮ঃ১৫১৩ঃ০০
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)সোমবার১৯ঃ০০২৩ঃ১৫

ঢাকা থেকে ঈশ্বরদী ট্রেনের টিকিটের মূল্য




আসন বিভাগটিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন২৪৫ টাকা
শোভন চেয়ার২৯৫ টাকা
প্রথম সিট৩৯০ টাকা
প্রথম বার্থ৫৮৫ টাকা
স্নিগ্ধা৪৯০ টাকা
এসি সিট৫৮৫ টাকা
এসি বার্থ৮৮০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here