ঢাকা থেকে জামালপুর ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka To Jamalpur Train Schedule and Price 2022

জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২। Jamalpur To Dhaka Train Schedule and Price 2022

0
© Sifat Talha

ঢাকা থেকে জামালপুর রেলপথের দূরত্বে যাত্রাপথে ট্রেনের যাতায়াত সবচেয়ে বেশি ভালো হয়। কারণ ট্রেনের যাতায়াত অনেকটা নিরাপদ। যেহেতু,যাত্রীরা যাতায়াতের জন্য প্রথমে ট্রেন গুলোতে যাতায়াতের সিদ্ধান্ত নেন। ট্রেনের ভ্রমণ করলে কোন রকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে সেই সাথে সময়ের সাশ্রয় হয়।ট্রেনে যাতায়াত করে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। ঢাকা থেকে জামালপুর রেলপথে মোট চারটি ট্রেন চলাচল করে। ঢাকা থেকে জামালপুর রেলপথে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো হলো তিস্তা‌ এক্সপ্রেস (৭০৭), অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫), যমুনা এক্সপ্রেস (৭৪৫), এবং ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস (৭৪৩) ট্রেন ।




ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
তিস্তা এক্সপ্রেস(৭০৭)সোমবার০৭ঃ৩০১০ঃ২০
অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৫)নাই১১ঃ০০১৫ঃ০০
যমুনা এক্সপ্রেস(৭৪৫)নাই১৬ঃ৪৫২১ঃ২০
ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস(৭৪৩)নাই১৮ঃ১৫২২ঃ৪৫
ঢাকা থেকে জামালপুর রেলপথে আন্তঃনগর ট্রেন গুলোর পাশাপাশি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। ট্রেন গুলো হল দেওয়ানগঞ্জ কমিউটার (৪৭), জামালপুর কমিউটার (৫১) ও ভাওয়াল এক্সপ্রেস (৫৫) তিনটি ট্রেন চলাচল করে। আন্তঃনগর ট্রেন গুলোর পাশাপাশি মেইল এক্সপ্রেস ট্রেন গুলো যাত্রীদের যাতায়াতের সেবা দিয়ে থাকে।




ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
দেওয়ানগঞ্জ কমিউটর(৪৭)নাই০৫ঃ৪০১০ঃ২২
জামালপুর কমিউটর(৫১)নাই১৫ঃ৪০২০ঃ৪৮
ভাওয়াল এক্সপ্রেস(৫৫)নাই২১ঃ২০০৩ঃ৩২
ঢাকা টু জামালপুর টিকিটের মূল্য 




আসন বিভাগটিকেটের মূল্য
শোভন১৮৫ টাকা
শোভন চেয়ার২২০ টাকা
প্রথম সিট২৯৫ টাকা
প্রথম বার্থ৪৪০ টাকা
স্নিগ্ধা৪২০ টাকা
এসি সিট৫০৬ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here