ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka To Joypurhat Train Schedule and Price 2022

জয়পুরহাট থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Joypurhat To Dhaka Train Schedule and Price 2022

0
@Mahin Hasan

বাংলাদেশের রাজধানী ঢাকা কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় রেল লাইনের সংযোগ আছে। তাই ঢাকা থেকে জয়পুরহাট রেল স্টেশনে তিনটি ট্রেন চলাচল করে যাত্রীদের যাতায়াতে সুবিধা দিয়ে থাকে। এই ট্রেন গুলো হল একতা এক্সপ্রেস (৭০৫), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) এবং নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেন চলাচল করে। ট্রেনগুলো বিভিন্ন সময় ছেড়ে দেওয়া হয় তাই যাত্রীরা ইচ্ছা করলে যেকোনো সময় যাতায়াত করতে পারবেন।ট্রেনগুলোতে আরামদায়ক এবং বিলাসবহুল ভাবে যাতায়াত করার জন্য বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা রয়েছে। ট্রেনে ভ্রমণ করলে অনেকেই ভ্রমণের ক্লান্তি অনুভব করেন না। ট্রেনের মাধ্যমে নিরাপদের সাথে ভ্রমণ করা যায়। অন্যান্য যাতায়াত মাধ্যম থেকে ট্রেনের যাতায়াতে কোনরকম দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত এই ট্রেনগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চলাচল করে। প্রতি সপ্তাহের সোমবার করে শুধু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয়।




ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী-২০২২

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
একতা এক্সপ্রেস(৭০৫)নাই১০ঃ১০৪ঃ৫৩
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭)নাই৮ঃ০০১ঃ৫৬
নীলসাগর এক্সপ্রেস(৭৬৫)সোমবার০৬ঃ৪০১ঃ০৪




ঢাকা টু জয়পুরহাট রেল লাইনে ট্রেনটি ট্রেন নিয়মিত যাতায়াত করে। এই ট্রেন গুলোর বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা রয়েছে। আসন ব্যবস্থা অনুযায়ী ট্রেনগুলোর টিকিটের মূল্য ভিন্ন।

ঢাকা টু জয়পুরহাট ট্রেনের টিকিটের মূল্য-২০২২

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন২৬৫ টাকা
শোভন চেয়ার৩৯০ টাকা
প্রথম সিট৬৪৫ টাকা
প্রথম বার্থ৭৭৫ টাকা
স্নিগ্ধা৫১৫ টাকা
এসি সিট৭৭৫ টাকা
এসি বার্থ১১৬০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here