ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka to Kishoreganj Train Schedule and Price 2022

কিশোরগঞ্জ থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Kishoreganj To Dhaka Train Schedule and Price 2022

0
Winbdwin

ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেন যোগে যেতে চাইলে আপনাকে মাত্র ১০৮ কিমি পথ প্রায় চার ঘণ্টা ভ্রমণ কাটাতে হবে। ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেন রুটে মোট তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ত্রেন চলাচল করে। যার ফলে আপনে খুব সহজে এবং শান্তিপুর্ণভাব ভ্রমণ করতে পারবেন। এখানে রেলপথে আপনার যাতায়াতে অন্যান্য যানবাহনের তুলুনাই খরচ কম হবে। আপনাদের যাতায়াত এবং ভ্রমণের সুবিধার্থে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনের সকল তথ্য প্রকাশ করলাম। আশা ক্করি আপনাদের ভ্রমণ অনেক আনন্দময় হবে।




ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী-

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
এগারসিন্ধুর প্রভাতী(৭৩৭)বুধবার০৭ঃ১৫১১ঃ১৫
এগারসিন্ধুর গোধূলি(৭৪৯)নাই৬ঃ৪০১০ঃ৪৫
কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১শুক্রবার১০ঃ৪৫৩ঃ০০




ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়া তালিকা-

আসন বিভাগটিকিটের মূল্য
শোভন১২৫ টাকা
শোভন চেয়ার১৫০ টাকা
প্রথম আসন২০০ টাকা
প্রথম বার্থ৩০০ টাকা
স্নিগ্ধা২২৮ টাকা
এসি৩৪৫ টাকা
এসি বার্থ৫১৮ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here