ঢাকা থেকে সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka To Sirajganj Train Schedule and Price 2022

সিরাজগঞ্জ থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Sirajganj To Dhaka Train Schedule and Price 2022

0
@সবুজ খান

ট্রেনের যাতায়াত করে অনেক মানুষ বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে পারছেন। ট্রেনে ভ্রমণ করলে অনেকেই ভ্রমণের ক্লান্তি অনুভব করে না। আপনি ট্রেনে যাতায়াত করতে চাইলে ট্রেনের সঠিক সময় জেনে টিকেট গ্রহণ করবেন। এই ট্রেনটি নির্দিষ্ট সময়ে চলাচল করায় যাত্রীদের অনেক সময় সাশ্রয় হয়। তাই ট্রেনে ভ্রমণ করে আপনার যাত্রা হোক সুন্দর।ট্রেনে যাতায়াত করে ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম থাকে।




ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী :

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সিরাজগঞ্জ এক্সপ্রেস(৭৭৬)শনিবার১৭ঃ০০২১ঃ৩০

ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের টিকিটের মূল্য




প্রতিদিনের যাতায়াতের জন্য অন্যান্য ট্রেনের মতো সিরাজগঞ্জ রেলপথের ট্রেনটি বিভিন্ন আসন ব্যবস্থা রয়েছে। আসন অনুযায়ী টিকিটের দাম কম বেশী হয়ে থাকে। তবে যাতায়াতের জন্য ট্রেনটির টিকিটের মূল্য তুলনামূলক কম হিসেবে ধরা হয়।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার২৯৫ টাকা
প্রথম সিট৩৯০ টাকা
প্রথম বার্থ৫৮৫ টাকা
স্নিগ্ধা৪৯০ টাকা
এসি সিট৫৮৫ টাকা
এসি বার্থ৮৮০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here