ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২।Dhaka o Sylhet Train Schedule and Price 2022

সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২। Sylhet To Dhaka Train Schedule and Price 2022

0
@জয় আরেফিন

ঢাকা থেকে সিলেট এর দূরত্ব প্রায় ২৩৫ কি.মি.। ঢাকা থেকে সিলেট রুটে পার্বত এক্সপ্রেস (৭০৯), জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭), উপবন এক্সপ্রেস (৭৩৯) ও কালানী এক্সপ্রেস (৭৭৩) নামে মোট ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। নিচে ট্রেনগুলির ঢাকা স্টেশন থেকে ছাড়ার সময় সিলেট স্টেশনে পৌছানোর সময় দেয়া হল।




ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচি-২০২২


ট্রেনের নাম
ছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
পার্বত এক্সপ্রেস (৭০৯)মঙ্গলবার০৬ঃ২০১ঃ০০
জয়ন্তিকা এক্সপ্রেস(৭১৭)নাই১১ঃ১৫৭ঃ০০
উপবন এক্সপ্রেস (৭৩৯)বুধবার৮ঃ৩০৫ঃ০০
কালানী এক্সপ্রেস (৭৭৩)শুক্রবার৩ঃ০০৯ঃ৩০




ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচি-মেইল ট্রেন-২০২২

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সুরমা এক্সপ্রেস(০৯)নাই১০ঃ৫০১২ঃ১০

ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া তালিকা-২০২২
আসন বিভাগটিকেটের মূল্য
শোভন২৬৫ টাকা
শোভন চেয়ার৩২০ টাকা
প্রথম সিট৪২৫ টাকা
প্রথম বার্থ৬৪০ টাকা
স্নিগ্ধা৬১০ টাকা
এসি সিট৫৫৮ টাকা
এসি বার্থ১০৯৯ টাকা







 





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here