ঢাকা থেকে কলকাতা বাসের ভাড়া।Dhaka To kolkata Bus Service & Ticket Price

কলকাতা থেকে ঢাকা বাসের ভাড়া।Kolkata To Dhaka Bus Service & Ticket Price

2

ঢাকা থেকে সড়ক পথে কলকাতা জেলার দূরত্ব ৩১৩ কিলোমিটার।বর্তমানে এই রুটে দেশ ট্রাভেলস, শ্যামলী এন আর ট্রাভেলস, গ্রীন লাইন, গ্রীন সেন্টমারটিন এক্সপ্রেস, সোহাগ পরিবহন, রয়েল কোচ বাস সার্ভিস রয়েছে।এই অপারেটরগুলি Hyundai, Scania, Hino, Isuzu, Vlovo ব্র্যান্ডের এসি ও ননএসি বাস পরিসেবা প্রদান করে।রাস্তার অবস্থার উপর নির্ভর করে ১০ থেকে ১১ ঘন্টার মতো সময় লাগে পৌঁছাতে।বাস অপারেটরের প্রকারের উপর নির্ভর করে এই রুটের বাস টিকিটের মূল্য ১০৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত।




ঢাকা-কলকাতা এসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৩

বাসের নামবাসের ব্র্যান্ডবাসের ধরণভাড়া
দেশ ট্রাভেলসহুন্দাই (Hyundai)বিজনেস ক্লাস১৯০০
গ্রীন লাইন পরিবহনস্ক্যানিয়া (Scania)ভলভো (Volvo)বিজনেস ক্লাস২০০০
গ্রীন লাইন পরিবহনস্ক্যানিয়া (Scania)ভলভো (Volvo)ইকোনমি ক্লাস১৪০০
সৌদিয়া পরিবহনহিনো (Hino) ইকোনমি ক্লাস ১৪০০
গ্রীন সেন্টমারটিন এক্সপ্রেস ইসুজু (Isuzu)বিজনেস ক্লাস১৮৫০
গ্রীন সেন্টমারটিন এক্সপ্রেসইসুজু (Isuzu)ইকোনমি ক্লাস১৬৫০
শ্যামলী এন আর ট্রাভেলস হুন্দাই (Hyundai) ইকোনমি ক্লাস২১০০
শ্যামলী পরিবহনহিনো (Hino) বিজনেস ক্লাস ১৯০০
রয়েল কোচ হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১৮০০
সেন্টমাটিন হেরিটেজ ট্রাভেলসআশোক লিল্যান্ড (Ashok Leylend)বিজনেস ক্লাস১৮৫০
সেন্টমাটিন হেরিটেজ ট্রাভেলসআশোক লিল্যান্ড (Ashok Leylend)ইকোনমি ক্লাস১৬৫০




ঢাকা-কলকাতা ননএসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৩

বাসের নামবাসের ব্র্যান্ডবাসের ধরণভাড়া
দেশ ট্রাভেলসহিনো (Hino)ইকোনমি ক্লাস১১০০
রয়েল কোচ হিনো (Hino) ইকোনমি ক্লাস ১১০০




অনলাইনে বাসের টিকিট ২০২৩

Shohoz.com থেকে বাসের টিকেট কাটতে ক্লিক করুন

Bus BD থেকে বাসের টিকেট কাটতে ক্লিক করুন

Bus Tickets থেকে বাসের টিকেট কাটতে ক্লিক করুন




2 COMMENTS

  1. ভাই আপনাদের কাউন্টার কোথায়
    আমি কলকাতা যাবো।
    যেতে কি কি প্রোয়জন
    যদি একটু বলতেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here