ঢাকা থেকে সৈয়দপুর বিমানের সময়সূচী ও ভাড়া তালিকা।Dhaka To Saidpur Air Ticket Schedule and Price

সৈয়দপুর থেকে ঢাকা বিমানের সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৪।Syedpur To Dhaka Air Ticket Schedule and Price 2024

8

ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর যেতে সময় লাগে ৫০ থেকে ৫৫ মিনিট।আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।

বর্তমানে প্রধান ৩টি বিমান সংস্থা ঢাকা থেকে সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করে। বিমানগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং সৈয়দপুর বিমানবন্দর অবতরণ করে।।এগুলো হল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এয়ারলাইন্স,ইউএস বাংলা এয়ারলাইন্স।সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করে।

ঢাকা থেকে সৈয়দপুরের বিমান ভাড়া-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
৩,৩০০ থেকে ৫,০০০ টাকা (সুপার সেভার)
৫,০০০ থেকে ৯,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.biman-airlines.com

নভোএয়ার এয়ারলাইন্স
৩,৪০০ থেকে ৫,০০০ টাকা (স্পেশাল প্রোমো)
৫,০০০ থেকে ৯,০০০ টাকা (ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.flynovoair.com

ইউএস বাংলা এয়ারলাইন্স
৩,৩০০ থেকে ৫,০০০ টাকা (সর্বনিম্ন)
৫,০০০ থেকে ৯,০০০ টাকা (সর্বোচ্চ)
অনলাইন টিকেটঃ usbair.com

বিমান ভাড়া সর্বদাই পরিবর্তনশীল। ভ্রমণের তারিখ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে ভাড়া কিছুটা কমে যায় অথবা বেড়ে যায়। তবে পার্থক্যটা সাধারণত খুব বেশী হয় না।ঢাকা সৈয়দপুর রুটও এর ব্যাতিক্রম না।

নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।

8 COMMENTS

  1. আমার জানিয় পরিচয় পত্র নেই আমি কি টিকিট কাটতে পারব

  2. আমি সৌদি আরব থেকে ঢাকা ল্যান্ড করব ওখান থেকে ইউ এস বাংলা বিমানে সৈয়দপুর যাব আমার মালের পরিমাণ 46 প্লাস 8 কেজি আমার কত টাকা খরচ বহন করতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here