ঢাকা থেকে আকাশপথে বরিশাল যেতে সময় লাগে ৪৫ থেকে ৫০ মিনিট।আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।
বর্তমানে প্রধান ২টি বিমান সংস্থা ঢাকা থেকে বরিশাল ফ্লাইট পরিচালনা করে।এগুলো হল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,ইউএস বাংলা এয়ারলাইন্স।সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে বরিশাল ফ্লাইট পরিচালনা করে। সপ্তাহে প্রায় ১৫ থেকে ২০টি ফ্লাইট ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ইউএস বাংলা এয়ারলাইন্স
২,৮০০ থেকে ৫,০০০ টাকা (সর্বনিম্ন)
৫,০০০ থেকে ৯,০০০ টাকা (সর্বোচ্চ)
অনলাইন টিকেটঃ usbair.com
বিমান ভাড়া সর্বদাই পরিবর্তনশীল। ভ্রমণের তারিখ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে ভাড়া কিছুটা কমে যায় অথবা বেড়ে যায়। তবে পার্থক্যটা সাধারণত খুব বেশী হয় না।ঢাকা বরিশাল রুটও এর ব্যাতিক্রম না।
নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।
আমি ৪ মে ২০২২ এ নভো এয়ার এ বরিশাল যেতে আগ্রহী। টিকেট কিভাবে ক্রয করব
http://www.flynovoair.com/ স্যার আপনি এইwww.biman-airlines.com ।usbair.com ওয়েবসাইট থেকে সহজেই টিকিট ক্রয় করতে পারবেন।
আমি ঢাকা থেকে বরিশাল বিমানে যেতে চাই সাথে আমার স্ত্রী ও দুই বছরের বাচ্চা ওর কি ভাড়া লাগবে
জি
৫০০০ টাকায় কি বিজনেস ক্লাস টিকিট পাওয়া যায় ঢাকা টু বরিশাল এর।
অতিরিক্ত ২২ কেজি ওজন জন্য কত টাকা অতিরিক্ত দিতে হবে
বরিশালের বিমানের সময়সূচি বলবেন দয়া করে?
বরিশাল থেকে ঢাকা শনিবারে যাবার জন্য এবং আসার টিকিটের প্রাইস এবং সময়সূচি টা জানালে ভালো হতো।
সময়সূচি জানতে চাই।
কমেন্ট এর জন্য ধন্যবাদ টিকেট কাটার সাইট গুলোতে গেলে আর ভালো হবে সামনের দিনের টিকেট এর সময় গুলো দেখতে পারবেন
টিকেট এর ওয়েবসাইটে প্রবেশ করুন