বাংলাদেশের রাজধানী ঢাকা হতে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা সড়কপথ রেলপথ এবং বিমান পথে যাতায়াত করা যায়।
ঢাকা থেকে কলকাতা বিমানের সময়সূচী
দিনের প্রথম ফ্লাইট 08:05 এ ছাড়ে। দিনের শেষ ফ্লাইট 08:05 এ ছাড়বে। ঢাকা থেকে কলকাতার মধ্যে ফ্লাইটের দূরত্ব 251 কিলোমিটার।
ঢাকা থেকে কলকাতা বিমানের ভাড়া
বাংলাদেশের রাজধানী ঢাকা হতে বঙ্গের রাজধানী কলকাতা বিমান ভাড়া এক একটি কোম্পানি একেকরকম নিয়ে থাকে।
বিমানের টিকেটের ক্ষেত্রে আপনি যত আগে কাটবেন,ভাড়া তত কমে পাবেন।মোটমোটি ২৫ থেকে ৩০ দিন আগে কাটলে মিনিমাম রেঞ্জে বিমানের টিকেট পেয়ে যাবেন।যাতার তারিখ যত কাছাকাছি আসবে ততো বিমানের টিকেটের প্রাইজ বাড়তে থাকে।বাংলাদেশের উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার এয়ারলাইন্স ইত্যাদি। ঢাকা থেকে কলকাতা বিমান ভ্রমণ করতে একটি ফ্লাইটে সময় লাগে মাত্র 35 মিনিট। ঘরে এই ফ্লাইট এর সময় লাগে 56 মিনিট। এই সময় ফ্লাইটে ভ্রমণ করতে একজন যাত্রীকে ঘরে 25000 হতে 30 হাজার টাকা গুনতে হবে।
বিমানের টিকিট কাটতে ক্লিক করুন
বিমানের ভিডিও দেখুন-