ঢাকা থেকে কলকাতা বিমানের সময়সূচী ও ভাড়া ২০২৪।Dhaka To Kolkata Air Ticket Price 2024

কলকাতা থেকে ঢাকা বিমানের সময়সূচী ও ভাড়া ২০২৪।Kolkata To Dhaka Air Ticket Price 2024

2




প্রথম ফ্লাইটটি সকাল ১০টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছাড়ে। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়ে সকাল ১১টা ৫০ এবং রাত ৮টা ৩৫ মিনিটে। নভোএয়ার বর্তমানে ঢাকা – কলকাতা – ঢাকা রুটে প্রতিদিন ১টি ফ্লাইট পরিচালনা করে। বিকেল ৫ টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়।




Biman Bangladesh Airlines
৯৫,০০ থেকে ১৪,৫০০ টাকা (সুপার সেভার)
অনলাইন টিকেটঃ www.biman-airlines.com




NovoAir Airlines
৪,০০০ থেকে ৮,৫০০ টাকা (স্পেশাল প্রোমো)
অনলাইন টিকেটঃ www.flynovoair.com




US Bangla Airlines
১৪,০০০ থেকে ১৫,০০০ টাকা (সর্বনিম্ন)
অনলাইন টিকেটঃ usbair.com




Indigo Air
১০,০০০ থেকে ১৬,০০০ টাকা (সুপার সেভার)
অনলাইন টিকেটঃ www.goindigo.in




Vistara Airlines
২২,০০০ থেকে ৩৫,০০০ টাকা (সুপার সেভার)
অনলাইন টিকেটঃ www.airvistara.com




Malindo Airways
৪৮,০০০ থেকে ৬২,০০০ টাকা (সুপার সেভার)
অনলাইন টিকেটঃ www.malindoair.com




নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ২৫ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন




2 COMMENTS

  1. Thanks for finally talking about >ঢাকা থেকে কলকাতা বিমানের সময়সূচী ও ভাড়া ২০২৩।Dhaka To Kolkata Air
    Ticket Price 2023 – Travel Info <Loved it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here