ঢাকা থেকে কাঠমান্ডু বিমানের সময়সূচি ও ভাড়া।Dhaka To Kathmandu Air Ticket Price

Nepal To Dhaka Air Ticket Price 2024।নেপাল থেকে ঢাকা বিমানের সময়সূচি ও ভাড়া ২০২৪

0

ঢাকা থেকে কাঠমান্ডু বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ৪০ মিনিটের মতো ।নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইন্স (Himalaya Airlines) কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছে। এতে নেপাল ভ্রমণে পর্যটকদের জন্যে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হয়েছে। আগে শুধুমাত্র বাংলাদেশ বিমান এই রুটে ফ্লাইট পরিচালনা করতো। সেই সাথে ইকোনমি ক্লাসে ফ্রী চেকড-ইন ব্যাগেজ ২০ কেজি এবং প্রিমিয়াম ক্লাসে ২৫ কেজি।

ঢাকা থেকে কাঠমান্ডু বিমান ভাড়া
Biman Bangladesh Airlines

২,০০০০ থেকে ২২,০০০ টাকা (সুপার সেভার)
২২,০০০ থেকে ৩০,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.biman-airlines.com

Himalaya Airlines

১৭,৫০০ থেকে ১৯,০০০ টাকা
অনলাইন টিকেটঃ www.himalaya-airlines.com

Vistara Airlines

২,০০০০ থেকে ২২,০০০ টাকা (সুপার সেভার)
৩০,০০০ থেকে ৩৩,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.airvistara.com

Thai Airways

৪৫,০০০ থেকে ৪৭,০০০ টাকা (সুপার সেভার)
৪৭,০০০ থেকে ৫১,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.thaiairways.com

Malindo Airways

৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকা (সুপার সেভার)
৬২,০০০ থেকে ৮০,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.malindoair.com

SriLankan Airlines

৩,০০০০ থেকে ৩১,০০০ টাকা (সুপার সেভার)
৩৮,০০০ থেকে ৩৯,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.srilankan.com

Flydubai

৯০,০০০ থেকে ৯২,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.flydubai.com

Qatar Airways

৯৪,০০০ থেকে ৯৫,০০০ টাকা (সুপার সেভার)
১০০,০০০ থেকে ১২০,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.qatarairways.com

Malaysia Airlines

১৩০,০০০ থেকে ১৬০,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.malaysiaairlines.com

Singapore Airlines

১৩৪,০০০ থেকে ১৩৬,০০০ টাকা (সুপার সেভার)
৩৮,০০০ থেকে ৩৯,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.singaporeair.com

নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ২৫ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here