ঢাকা থেকে সড়ক গোপালগঞ্জ জেলার দূরত্ব পাটুরিয়া – দৌলতদিয়া হয়ে ২১২ কিলোমিটার, এবং মাওয়া হয়ে গেলে ১৪৪ কিলোমিটার। বর্তমানে এই রুটে টুংগীপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা পরিবহন, কমফোট লাইন, রবি এক্সপ্রেস, গ্রীন লাইন, গোল্ডেন লাইন, সাকুরা পরিবহন, দিগন্ত পরিবহন, ফাল্গুনি পরিবহন, কোটালিপাড়া স্টার লাইন সহ বেশ কিছু বাস সার্ভিস রয়েছে।এই অপারেটরগুলি Hyundai, Scania Hino, Ashok Leylend ব্র্যান্ডের এসি ও ননএসি বাস পরিষেবা প্রদান করে।রাস্তার অবস্থার উপর নির্ভর করে পাটুরিয়া – দৌলতদিয়া হয়ে ৫-৬ ঘন্টা এবং মাওয়া হয়ে ৩-৪ ঘন্টার মতো সময় লাগে পৌঁছাতে।বাস অপারেটরের প্রকারের উপর নির্ভর করে এই রুটের বাস টিকিটের মূল্য ৬০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত।
Good