ঢাকা থেকে জামালপুর রেলপথের দূরত্বে যাত্রাপথে ট্রেনের যাতায়াত সবচেয়ে বেশি ভালো হয়। কারণ ট্রেনের যাতায়াত অনেকটা নিরাপদ। যেহেতু,যাত্রীরা যাতায়াতের জন্য প্রথমে ট্রেন গুলোতে যাতায়াতের সিদ্ধান্ত নেন। ট্রেনের ভ্রমণ করলে কোন রকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে সেই সাথে সময়ের সাশ্রয় হয়।ট্রেনে যাতায়াত করে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। ঢাকা থেকে জামালপুর রেলপথে মোট চারটি ট্রেন চলাচল করে। ঢাকা থেকে জামালপুর রেলপথে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো হলো তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, এবং ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস ট্রেন ।
ঢাকা থেকে জামালপুর ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)
ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | জামালপুর পৌঁছানোর সময় |
জামালপুর এক্সপ্রেস(৭৯৯) | সকাল-১০ঃ৩০ | বিকাল-৪ঃ০৫ |
অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৫) | সকাল-১১ঃ০০ | দুপুর-৩ঃ০০ |
যমুনা এক্সপ্রেস(৭৪৫) | বিকাল-৪ঃ৪৫ | রাত-৯ঃ২০ |
ব্রমপুত্র এক্সপ্রেস(৭৪৩) | সন্ধা-৬ঃ১৫ | রাত-১০ঃ৪৫ |
তিস্তা এক্সপ্রেস(৭০৭) | সকাল-৭ঃ৩০ | সকাল-১১ঃ২৯ |
জামালপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
ট্রেনের নাম | জামালপুর থেকে ছাড়ার সময় | ঢাকা পৌঁছানোর সময় |
জামালপুর এক্সপ্রেস(৮০০) | বিকাল-৫ঃ৪৫ | রাত-১২ঃ৪৫ |
অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৬) | সন্ধা-৬ঃ৪৫ | রাত-১১ঃ০০ |
যমুনা এক্সপ্রেস(৭৪৬) | রাত-৩ঃ১৫ | সকাল-৭ঃ৪৫ |
ব্রমপুত্র এক্সপ্রেস(৭৪৪) | সকাল-৭ঃ৩৮ | দুপুর-১২ঃ৪০ |
তিস্তা এক্সপ্রেস(৭০৮) | বিকাল-৩ঃ৫৭ | রাত-৮ঃ২৫ |
ঢাকা থেকে জামালপুর ট্রেনের টিকেট মূল্য
আসনের শ্রেণী | টিকেটের মূল্য |
এসি কেবিন সিট (AC-S) | ৪৩৮ টাকা |
স্নিগ্ধা এসি চেয়ার (SNIGDHA) | ৩৬৮ টাকা |
১ম শ্রেণী চেয়ার (F-SEAT) | ২৯৪ টাকা |
শোভন চেয়ার (S-CHAIR | ১৯০ টাকা |
শোভন (SHOVAN) | ১৬০ টাকা |
ট্রেনের টিকেট কাটতে ক্লিক করুন-railway.gov.bd
Follow Our Facebook Page- Travel Info BD