ঢাকা থেকে শ্রীমঙ্গল রেলপথের মোট দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে শ্রীমঙ্গল রেল পথে মোট চারটি ট্রেন চলাচল করে। ঢাকা থেকে শ্রীমঙ্গল রেল পথে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো হলো পারাবত এক্সপ্রেস,জয়ন্তিকা এক্সপ্রেস,উপবন এক্সপ্রেস,এবং কালনী এক্সপ্রেস ট্রেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | শ্রীমঙ্গল পৌঁছানোর সময |
পারাবত এক্সপ্রেস (৭০৯) | সকাল- ৬:৩০ | সকাল -১০ঃ৩২ |
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) | সকাল-১১ঃ১৫ | বিকাল-৪ঃ০১ |
উপবন এক্সপ্রেস (৭৩৯) | রাত-১০ঃ০০ | রাত-২ঃ০৬ |
কালনী এক্সপ্রেস (৭৭৩) | বিকাল-২ঃ৫৫ | সন্ধা-৭ঃ০২ |
শ্রীমঙ্গল থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | শ্রীমঙ্গল থেকে ছাড়ার সময় | ঢাকা পৌঁছানোর সময |
পারাবত এক্সপ্রেস (৭১০) | বিকাল-৫ঃ৪১ | রাত-১০ঃ১৫ |
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) | দুপুর-২ঃ৪৫ | সন্ধা-৭ঃ২৫ |
উপবন এক্সপ্রেস (৭৪০) | রাত-১ঃ৪৪ | সকাল-৫ঃ৪৫ |
কালনী এক্সপ্রেস (৭৭৪) | সকাল-৮ঃ২০ | দুপুর-১ঃ০০ |
ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনের টিকেট মূল্য
আসন বিভাগ | টিকেটের মূল্য |
এসি কেবিন বাথ (AC-B) | ৯৪০ টাকা |
এসি কেবিন সিট (AC-S) | ৬৩০ টাকা |
স্নিগ্ধা এসি চেয়ার (SNIGDHA) | ৫২৫ টাকা |
১ম শ্রেণী চেয়ার (F-SEAT) | ৪২০ টাকা |
শোভন চেয়ার (S-CHAIR | ২৭৫ টাকা |
শোভন (SHOVAN) | ১০০/২০০ টাকা |
ট্রেনের টিকেট কাটতে ক্লিক করুন-Eticket Railway
Follow Our Facebook Page- Travel Info BD