দক্ষিণের অন্যতম সুনামধারি অপারেটর রয়েল এক্সপ্রেস। ২০১২ সাল থেকে ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা রুটে সেবা দিয়ে আসছে তারা। সময়ের সাথে তাল মিলিয়ে তাদের সেবার পরিধিও বৃদ্ধি পেয়েছে ব্যাপক। উক্ত রুটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেবার মাধ্যমে যাত্রীদের মন জয় করেছে খুব কম সময়ের মধ্যেই। পাশপাশি তাদের সেবায় যুক্ত করেছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের বাস। তাদের বহরে একঝাঁক hino AK1JMKA নন এসি কোচের পাশাপাশি রয়েছে ইন্দোনেশিয়ার Karoseri Laksana এর তৈরি করা দুই ইউনিট scania K-360 হাই ডেক এসি কোচ। এছাড়াও ইনোভেটিভ মোটরসের তৈরি দুই ইউনিট স্ক্যানিয়া ও আছে। পাশাপাশি এক ইউনিট Hyundai, ছয় ইউনিট Hino RM2 এবং বেশ কিছু Hino AK1J এসি কোচ দিয়ে নিয়মিত সেবা দিচ্ছে তারা। চট্রগ্রাম,সিলেটকে দক্ষিণের সাথে যুক্ত করা বিভিন্ন লং রুটেও বেশ ভালো ভাবেই সুনাম কুড়িয়েছে রয়েল এক্সপ্রেস।
তাদের রুটসমূহ- ঢাকা – মাগুরা – ঝিনাইদহ – চুয়াডাঙ্গা – মেহেরপুর – মুজিবনগর ঢাকা – চুয়াডাঙ্গা – আলমডাঙ্গা ঢাকা – চুয়াডাঙ্গা – দামুড়হুদা – দর্শনা – কার্পাসডাঙ্গাঢাকা – ঝিনাইদহ – কোটচাঁদপুর – জীবননগর – দর্শনা ঢাকা – ঝিনাইদহ – কোটচাঁদপুর – মহেশপুর – চৌগাছাকুয়াকাটা – কলাপাড়া – আমতলী – পটুয়াখালী – বরিশাল – ভাঙ্গা – মাগুরা – ঝিনাইদহ – চুয়াডাঙ্গা – মেহেরপুর -চট্টগ্রাম – মহীপাল – কুমিল্লা ঢাকা – মাগুরা – ঝিনাইদহ – চুয়াডাঙ্গা – মেহেরপুরচট্টগ্রাম – মহীপাল – কুমিল্লা ঢাকা – মাগুরা – ঝিনাইদহ – কোটচাঁদপুর – জীবননগর – দর্শনা