অর্থাৎ মেট্রোরেলে প্রতি কিলোমিটার যেতে যাত্রীদের গুনতে হবে ৫ টাকা ভাড়া। যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে।
ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১ দশমিক ২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০ মিনিট, এবং শেষ ট্রেন রাত ০৯ঃ০০মিনিট। মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ৩০মিনিটে এবং শেষ ট্রেন রাত ০৯ঃ৪০মিনিটে।
কমলাপুর স্টেশন থেকে মেট্রোরেলে বিভিন্ন এলাকার ভাড়া তালিকা নিম্নরূপঃ
স্টেশন | ভাড়া |
---|---|
কমলাপুর থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত | ১০০৳ |
কমলাপুর থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত | ১০০৳ |
কমলাপুর থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত | ৯০৳ |
কমলাপুর থেকে পল্লবী স্টেশন পর্যন্ত | ৮০৳ |
কমলাপুর থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত | ৮০৳ |
কমলাপুর থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত | ৭০৳ |
কমলাপুর থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত | ৭০৳ |
কমলাপুর থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত | ৬০৳ |
কমলাপুর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত | ৫০৳ |
কমলাপুর থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত | ৫০৳ |
কমলাপুর থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত | ৪০৳ |
কমলাপুর থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত | ৩০৳ |
কমলাপুর থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত | ৩০৳ |
কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত | ২০৳ |
কমলাপুর থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত | ২০৳ |
কমলাপুর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত | ২০৳ |
Follow Our Facebook Page- Travel Info BD