ঢাকা থেকে চট্টগ্রামে বিমানে যেতে সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট।আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না।তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই।আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে।জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।
বর্তমানে ৩টি বিমান সংস্থা ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এয়ারলাইন্স,ইউএস বাংলা এয়ারলাইন্স।
সপ্তাহের প্রায় প্রতিদিনই ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইট রয়েছে।ঢাকা–চট্টগ্রাম আকাশপথে বর্তমান ফ্লাইট সংখ্যা সপ্তাহে কম বেশি ২১ থেকে ৩০টি মতো।ঢাকা-চট্টগ্রাম রুটে কোন বিমান সংস্থা কয়টি ফ্লাইট পরিচালনা করছে তাঁর একটি হিসাব নিচে দেয়া হল।
ঢাকা থেকে চট্টগ্রামের বিমান ভাড়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
৩,৫০০ থেকে ৪,০০০ টাকা (সুপার সেভার)
৪,০০০ থেকে ৯,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.biman-airlines.com
নভোএয়ার এয়ারলাইন্স
৩,৫০০ থেকে ৪,০০০ টাকা (স্পেশাল প্রোমো)
৪,০০০ থেকে ৯,০০০ টাকা (ফ্লেক্সিবল)
অনলাইন টিকেটঃ www.flynovoair.com
ইউএস বাংলা এয়ারলাইন্স
৩,৪০০ থেকে ৪,০০০ টাকা (সর্বনিম্ন)
৪,০০০ থেকে ৯,০০০ টাকা (সর্বোচ্চ)
অনলাইন টিকেটঃ usbair.com
নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।
Follow Our Facebook Page- Travel Info BD