ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৪।Dhaka To Rajshahi Train Schedule and Price 2024

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৪।Rajshahi To Dhaka Train Schedule and Price 2024

4

বাংলাদেশ রেলওয়ের জরিপ অনুসারে, রেলপথে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব ৩৪৩ কিলোমিটার বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-এর হিসেব মতে।ঢাকা থেকে রাজশাহী রুটে বর্তমানে ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। ট্রেনগুলি এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় প্রায় সাড়ে ৫ ঘণ্টা।ঢাকা-রাজশাহী রুটের ট্রেনগুলিতে আধুনিক সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে। একেবারে কম দামের সুলভ থেকে শুরু করে অত্যন্ত বিলাসবহুল এসি কেবিন পর্যন্ত সব মানের আসনই রয়েছে। খাবারের ক্যান্টিন আছে, নামাযের স্থান আছে, পরিষ্কার টয়লেট আছে এবং নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা আছে।




ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি-২০২৪

ট্রেনের নামঢাকা থেকে ছাড়ার সময়রাজশাহী পৌঁছানোর সময়
ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯)সকাল-৬ঃ০০সকাল-১১ঃ৪০
বনলতা এক্সপ্রেস (৭৯১)দুপুর-১ঃ৩০সন্ধা-৬ঃ১৫
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩)দুপুর-২ঃ৪৫রাত-৮ঃ৩৫
পদ্মা এক্সপ্রেস (৭৫৯)রাত-১১ঃ০০ভোর-৪ঃ৩০




রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ২০২৪

ট্রেনের নামরাজশাহী থেকে ছাড়ার সময়ঢাকা পৌঁছানোর সময়
ধুমকেতু এক্সপ্রেস (৭৭০)রাত-১১ঃ২০ভোর-৪ঃ৪৫
বনলতা এক্সপ্রেস (৭৯২)সকাল-৭ঃ০০সকাল-১১ঃ৩০
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৪)সকাল-৭ঃ৪০দুপুর-১ঃ৩০
পদ্মা এক্সপ্রেস (৭৬০)বিকাল-৪ঃ০০রাত-৯ঃ৪০




ঢাকা থেকে  রাজশাহী ট্রেনের টিকেট মূল্য-২০২৪

আসনের শ্রেণীটিকেটের মূল্য
এসি কেবিন বাথ (AC-B)১১৭৫ টাকা
এসি কেবিন সিট (AC-S)৭৮৫ টাকা
স্নিগ্ধা এসি চেয়ার (SNIGDHA)৫৬০ টাকা
শোভন চেয়ার (S-CHAIR)৩৪০ টাকা
শোভন (SHOVAN)১০০/২০০টাকা




ট্রেনের টিকেট কাটতে ক্লিক করুন-railway.gov.bd

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here