লঞ্চের নাম।
এমভি প্রিন্স আওলাদ-১০
রুট:ঢাকা-বরিশাল-ঢাকা
অপারেটর : মেসার্স আওলাদ শিপিং লাইন্স
নির্মাণকারী প্রতিষ্ঠান : মেসার্স সুন্দরবন শিপ বিল্ডার্স
নৌযানের দৈর্ঘ্য : ২৮৫ ফুট
নৌযানের প্রস্থ : ৪৬ ফুট
সময়।
ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়ার সময় রাত 9 টায় PM
বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার সময় রাত 9 টায় PM
ফোন নাম্বার।
ঢাকাঃ 01775157411
বরিশালঃ 01775151221
চারতলা এ লঞ্চটির বিজনেস ক্লাসে রয়েছে বিলাসবহুল ৮টি ভি.আই.পি কেবিন।যার প্রতিটি কেবিন রয়েছে অ্যাটাচ বাথ ও বারান্দাসহ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।ভিআইপি কেবিনের আরও একটি আকর্ষণীয় দিক হলো, এই লঞ্চে রয়েছে ডুপ্লেক্স কেবিন ব্যবস্থাও।
ভিআইপি কেবিনের ভাড়া।
ভিআইপি ডিলাক্স কেবিন = ৯০০০ টাকা
ভিআইপি ডাবল বেড কেবিন = ৮০০০ টাকা
ভিআইপি সিজ্ঞেল বেড কেবিন = ৭০০০ টাকা
ফ্যামিলি কেবিনের ভাড়া।
সেমি ভিআইপি কেবিন = ৩৫০০ টাকা
ফ্যামিলি কেবিন = ২৭০০ টাকা
নৌযানটিতে এসি ও নন-এসি মিলিয়ে মোট ১২৪টি সিঙ্গেল কেবিন ও ৭০টি ডাবল কেবিন রয়েছে।সেই সঙ্গে রয়েছে সেমি ভি.আই.পি কেবিন ও ফ্যামিলি কেবিন। প্রতিটি শ্রেণির কেবিনগুলো বানানো হয়েছে বিলাসবহুল চার তারকা হোটেলের আদলে।ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন আসবাবপত্রে সাজানো প্রতিটি কক্ষ।প্রতিটি কেবিনের সঙ্গে রয়েছে সুবিশাল বারান্দা।এখানে বসে চাইলেই উপভোগ করা যাবে নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য।
কেবিনের ভাড়া।
ডাবল এসি/ননএসি কেবিন = ২৪০০ টাকা
সিঙ্গেল এসি/ননএসি কেবিন = ১৪০০ টাকা
লঞ্চটিতে ডেকের যাত্রী থেকে শুরু করে সব শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা, পর্যাপ্ত মোবাইল ফোন চার্জের ব্যবস্থা ও পরিশুদ্ধ পানি, পর্যাপ্ত আলো-বাতাস ও বিনোদনের জন্য এলইডি টেলিভিশনের ব্যবস্থা।
ডেকের ভাড়া = ৩৫০ টাকা
এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে উক্ত তালিকার ভাড়া যেকোনো সময় কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে।আর উক্ত তালিকার ভাড়া এমভি প্রিন্স আওলাদ-১০ কর্তৃক ঘোষিত।
Wow
Nice
Good