ঢাকা থেকে মালদ্বীপ বিমানের সময় সূচি ও ভাড়া ২০২২। Dhaka to Maldives air ticket price 2022

1

ঢাকা থেকে মালদ্বীপ বিমানের সময় সূচি ও ভাড়া Dhaka to Maldives air ticket price 2022

মালে আইল্যান্ড হল অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় ১২০০ দ্বীপের মধ্যে একটি হল মালদ্বীপের রাজধানী মালে আইল্যান্ড (Male Island)। প্রায় ১.৫ কিলো লম্বা ও ১ কিলো চওড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি। আর পর্যটকদের বিশেষ আকর্ষণ এই দ্বীপের প্রতি। আবার হানিমুন কাপলদের জন্য একটি উপযুক্ত জায়গা হল এই মালে আইল্যান্ড।




ঢাকা থেকে মালদ্বীপ বিমানের সময়সূচী

বাংলাদেশ থেকে মালদ্বীপ ফ্লাইট করে জনপ্রিয় এয়ারলাইন্স:

এয়ার ইন্ডিয়া-২ঃ৪৫ মি।
এমিরেটস এয়ারলাইন্স-১১ঃ২০ মি।
ইউএস বাংলা এয়ারলাইন্স-১০ঃ৪৫ মি।
শ্রীলঙ্কান এয়ারলাইন্স-১২ঃ৫৫ মি।
কাতার এয়ারওয়েজের-১১ঃ০৫ মি।

এ সকল বিমান সার্ভিস দিয়ে থাকে মালদ্বীপ এর উদ্দেশে

ঢাকা থেকে মালদ্বীপ বিমানের ভাড়া




বিমানের টিকেটের ক্ষেত্রে আপনি যত আগে কাটবেন,ভাড়া তত কমে পাবেন।মোটমোটি ২৫ থেকে ৩০ দিন আগে কাটলে মিনিমাম রেঞ্জে বিমানের টিকেট পেয়ে যাবেন।যাতার তারিখ যত কাছাকাছি আসবে ততো বিমানের টিকেটের প্রাইজ বাড়তে থাকে।সাধারনত ঢাকা থেকে মালদ্বীপে শুধু যাওয়া খরচ পরে ২৫০০০-২৮০০০ এর মধ্যে।তা ছাড়া যাওয়া ও আসা ৪৩,০০০-৬০,০০০ টাকা খরচ হবে। রিটান টিকিট কাটলে।

বিমানের টিকিট কাটতে ক্লিক করুন

ঢাকা থেকে মালদ্বীপ বিমানের ভিডিও দেখুন-

1 COMMENT

  1. যাতায়াতের জন্য ২০,০০০ টাকা হলে ভ্রমন কারী বাড়বপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here