বাংলাদেশের রাজধানী ঢাকা হতে ডুবাই সরাসরি বিমানে যাওয়া যায়।এ পথে যেতে সময় লাগে কম বেশি ১২-১৮ ঘন্টা পর্যন্ত।
বাংলাদেশ থেকে ডুবাই ফ্লাইট করে জনপ্রিয় এয়ারলাইন্স:
হিমালয়া এয়ারলাইন্স
ইউএস বাংলা এয়ারলাইন্স
কাতার এয়ারওয়েজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
এমিরাটস এয়ারলাইন্স
ঢাকা থেকে ডুবাই বিমানের সময়সূচী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-সন্ধা-৬.৫০মি
এমিরাটস এয়ারলাইন্স-সন্ধা-৭.৩০মি
ইউএস বাংলা এয়ারলাইন্স-সন্ধা-৭.৩০মি।
কাতার এয়ারওয়েজ-রাত-১০.৩০মি।
হিমালয়া এয়ারলাইন্স-বিকাল-৪.৩০মি
ঢাকা থেকে ডুবাই বিমানের ভাড়া–
বাংলাদেশের রাজধানী ঢাকা হতে ডুবাই বিমান ভাড়া এক একটি কোম্পানি একেকরকম নিয়ে থাকে। বিমানের টিকেটের ক্ষেত্রে আপনি যত আগে কাটবেন,ভাড়া তত কমে পাবেন।মোটমোটি ২৫ থেকে ৩০ দিন আগে কাটলে মিনিমাম রেঞ্জে বিমানের টিকেট পেয়ে যাবেন।যাতার তারিখ যত কাছাকাছি আসবে ততো বিমানের টিকেটের প্রাইজ বাড়তে থাকে।
ঢাকা থেকে ডুবাই বিমানে ভ্রমণ করতে একটি ফ্লাইটে সময় লাগে ১২-১৮ ঘন্টা পর্যন্ত।এই সময় ফ্লাইটে ভ্রমণ করতে একজন যাত্রীকে গড়ে ৭০ হাজার থেকে ২,০০০০০ টাকা গুনতে হবে।
ঢাকা হতে ডুবাই বিমানের ইকনোমি ক্লাস টিকেট এর দাম ৭০ হাজার থেকে ১,০০০০০ টাকা পর্যন্ত।
ঢাকা হতে ডুবাই বিমানের বিজনেস ক্লাস টিকেট এর দাম ৯৮,০০০ হাজার থেকে ২,০০০০০ টাকা পর্যন্ত।