ঢাকা থেকে বরিশাল লঞ্চের নাম ও সময়সূচী দেখুন

7

ঢাকা থেকে বরিশাল-গামী লঞ্চগুলোর নাম ও সময়সূচী জেনে নেয়া যাক। ঢাকা থেকে বরিশাল যায় যে সব লঞ্চ, সেগুলো হল।

  • এম.ভি মানামী
  • এম.ভি কুয়াকাটা-২
  • এম.ভি গ্রিন লাইন-৩
  • এম.ভি কীর্তনখোলা-১০
  • এম.ভি এ্যাডভেঞ্চার-৯
  • এম.ভি সুন্দরবন -১০
  • এম.ভি সুন্দরবন -১১
  • এম.ভি পারাবত -১২
  • এম.ভি সুরভী -১২
  • এম.ভি পারাবত -১১
  • এম.ভি এ্যাডভেঞ্চার -১
  • এম.ভি কীর্তনখোলা -২
  • এম.ভি সুরভী-৭
  • এম.ভি ফারহান-৮
  • এম ভি পারাবত-৯
  • এম ভি পারাবত-৮
  • এম ভি কালাম খান-১
  • এম ভি কামাল-১
  • এম.ভি সুরভী-৮
  • এম ভি পারাবত-১০

সময়সূচী: আগে কেবলমাত্র সন্ধ্যা বা রাতেই ঢাকা টু বরিশাল লঞ্চগুলো চলাচল করত। এখন বর্তমানে দিনেও চলে। 

দিনের সময়: 

ঢাকা থেকে বরিশাল ভোর- ৬.১৫ মিনিট, রাত- ৭.৩০ মিনিট 

বরিশাল থেকে সদরঘাট, ঢাকা সকাল- ৯.১৫ মিনিট, রাত- ৯.১৫ মিনিট

রাতের সময়:

ঢাকা থেকে বরিশাল বিকাল- ৫টা বিকাল- ৫.৩০ মিনিট, সন্ধ্যা- ৬টা বিকাল-৬.১৫ মিনিট, রাত- ৯.৪৫ মিনিট।

বরিশাল থেকে সদরঘাট, ঢাকা দুপুর- ১২টা বিকাল- ৩টা বিকাল-৩.১৫ মিনিট, সন্ধ্যা- ৬.৩০ মিনিট, রাত- ৭.৩০ মিনিট।

7 COMMENTS

  1. ঢাকা টু জাহাজ মরা বাজার যেতে চাই। কোন লঞ্চে যাবো, সময়,ভাড়া কত জানতে চাই।

  2. আমি ঢাকা থেকে বরিশাল যাবো সকালের শিফটে
    ভাড়া কত? এবং কয়টায় ছাড়বে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here