বাংলাদেশের রাজধানী ঢাকা কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় রেল লাইনের সংযোগ আছে। তাই ঢাকা থেকে বগুড়া রেল স্টেশনে দুটি ট্রেন চলাচল করে যাত্রীদের যাতায়াতে সুবিধা দিয়ে থাকে। এই ট্রেন দুটি হল লালমনি এক্সপ্রেস (৭১৭) এবং রংপুর এক্সপ্রেস (৭৫২)। ট্রেনগুলো বিভিন্ন সময় ছেড়ে দেওয়া হয় তাই যাত্রীরা ইচ্ছা করলে যেকোনো সময় যাতায়াত করতে পারবেন।ট্রেনগুলোতে আরামদায়ক এবং বিলাসবহুল ভাবে যাতায়াত করার জন্য বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা রয়েছে। ট্রেনে ভ্রমণ করলে অনেকেই ভ্রমণের ক্লান্তি অনুভব করেন না। ট্রেনে নিরাপদে সাথে ভ্রমণ করা যায়। অন্যান্য যাতায়াত মাধ্যম থেকে ট্রেনের যাতায়াত কোনরকম দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম থাকে।
ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচি ২০২৩
ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | বগুড়া পৌঁছানোর সময় |
লালমনি এক্সপ্রেস (৭৫১) | রাত-৯ঃ৪৫ | ভোর-৪ঃ২০ |
রংপুর এক্সপ্রেস (৭৭১) | সকাল-৯ঃ১০ | বিকাল-৩ঃ৫৫ |
ঢাকা থেকে বগুড়া ট্রেনের টিকেট মূল্য-২০২৩
আসনের শ্রেণী | টিকেটের মূল্য |
এসি কেবিন সিট (AC-S) | ৯১০ টাকা |
স্নিগ্ধা এসি চেয়ার (SNIGDHA) | ৭৬০ টাকা |
শোভন চেয়ার (S-CHAIR | ৩৯৫ টাকা |
শোভন (SHOVAN) | ১০০/২০০ টাকা |
ট্রেনের টিকেট কাটতে ক্লিক করুন-railway.gov.bd