বাংলাদেশের রাজধানী ঢাকা কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় রেল লাইনের সংযোগ আছে। তাই ঢাকা থেকে গাইবান্ধা রেল স্টেশনে ২টি ট্রেন চলাচল করে যাত্রীদের যাতায়াতে সুবিধা দিয়ে থাকে। এই ট্রেন গুলো হল লালমনিরহাট এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। ট্রেনগুলো বিভিন্ন সময় ছেড়ে দেওয়া হয় তাই যাত্রীরা ইচ্ছা করলে যেকোনো সময় যাতায়াত করতে পারবেন।
ঢাকা থেকে গাইবান্ধা ট্রেনের সময়সূচি ২০২৪
ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | গাইবান্ধা পৌঁছানোর সময় |
রংপুর এক্সপ্রেস (৭৭১) | সকাল-৯ঃ১০ | বিকাল-৫ঃ১৫ |
লালমনি এক্সপ্রেস (৭৫১) | রাত-৯ঃ৪৫ | ভোর -৫ঃ৩৭ |
গাইবান্ধা থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ২০২৪
ট্রেনের নাম | গাইবান্ধা থেকে ছাড়ার সময় | ঢাকা পৌঁছানোর সময় |
রংপুর এক্সপ্রেস (৭৭২) | রাত-১০ঃ০০ | সকাল-৬ঃ১০ |
লালমনি এক্সপ্রেস (৭৫২) | সকাল-১১ঃ৫০ | রাত-৮ঃ৫৫ |
ঢাকা থেকে গাইবান্ধা ট্রেনের টিকেট মূল্য-২০২৪
আসনের শ্রেণী | টিকেটের মূল্য |
এসি কেবিন বাথ (AC-B) | ১৫৪০ টাকা |
এসি কেবিন সিট (AC-S) | ১০২৫ টাকা |
স্নিগ্ধা এসি চেয়ার (SNIGDHA) | ৮৫৫ টাকা |
শোভন চেয়ার (S-CHAIR | ৪৪৫ টাকা |
শোভন (SHOVAN) | ২০০/৩০০ টাকা |
ট্রেনের টিকেট কাটতে ক্লিক করুন-railway.gov.bd