স্টার লাইন পরিবহন বাসের ইতিহাস সম্পর্কে জেনে আসি

1

আঞ্চলিক পর্যায় থেকে শুরু হওয়া একটি প্রতিষ্ঠিত জাতীয় বাণিজ্যিক গ্রুপ স্টার লাইন।শুধু তা-ই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত এ গ্রুপটি।পরিবহন ব্যবসা দিয়েই শুরু হয় তাদের পথচলা।

প্রায় ৯০ দশকের শেষদিকে সাবেক মন্ত্রী জাফর ইমাম ও তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির আরেক পরিচালক হাজী আলাউদ্দিন (বর্তমানে ফেনী পৌরসভার মেয়র) মিলে ‘স্টার লাইন’ নাম দিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন।

ঢাকা-চট্টগ্রাম রুটে ১৯৯৪ সালে চারটি বাস দিয়ে শুরু হয় তাদের পরিবহন ব্যবসা।প্রথমদিকে দিকে,মিতসুবিশি,নিশান ইউডি,টাটা,হিনো একে সিরিজ হিনো বাস দিয়ে বিজনেস শুরু করে স্টার লাইন।প্রথমদিকে অন্য কিছু পরিবহনের রাজত্বের কারনে ব্যবসায় তারা ক্ষতির সম্মুখীন হন এবং ১৯৯৭ সালে এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


ঠিক তার এক বছর পরেই ঘুরে দাড়ানোর লক্ষ্যে দুটি বাস দিয়ে ১৯৯৮ সালের ১৫ নভেম্বর নতুন করে পরিবহন ব্যবসায় আসেন হাজী আলাউদ্দিনের ভাই তখনকার সময়ে ঠিকাদার ব্যাবসায়ী জাফর উদ্দিন সাহেব। মেজ ভাই হাজী আলাউদ্দিনের পরামর্শ নিয়ে ফেনী-ঢাকা রুটে ব্যবসা শুরু করেন নতুন করে।শুরু হয় স্টারলাইনের স্বর্ণযুগ।ক্রমশই জনপ্রিয় হতে থাকা পরিবহনটির, বহরে বাড়তে থাকে গাড়ির সংখ্যা এবং তাদের জনপ্রিয়তা।

যাত্রী সেবার কথা বিবেচনা করে ২০০৬ সালের ডিসেম্বরে স্টারলাইনের বহরে যুক্ত হয় Hino Ak-1j সিরিজের বাস।তাদের বহরে যুক্ত হওয়া প্রথম Hino Ak-1j বাসের রেজিস্ট্রেশন নাম্বার ছিলো ১৪-০৭৯৯।

বছর ঘুরতে না ঘুরতেই ব্যবসা সফল অপারেটর এর তালিকায় যুক্ত হয়ে যায় স্টার লাইন পরিবহনের নাম।মালিকপক্ষের অক্লান্ত পরিশ্রম এবং সরেজমিনে কাজ করার কারনে যাত্রীদের কাছে আস্হার নাম হয়ে ওঠে এই পরিবহনটি।২০০৮ সালে সার্ভিসকে পরিপূর্ণ করতে এবং তার সাথে যাত্রীদের আরো আরাদায়কভাবে সার্ভিস দেওয়ার লক্ষে স্টারলাইনের বহরে যুক্ত হয় এসি বাস সার্ভিস।

তাদের প্রথম এসি বাসের রেজিস্ট্রেশন নাম্বার ছিলো ১৪-১১৪৯।তারপর আর পিছনে তাকাতে হয়নি স্টার লাইন পরিবহনকে।সময় গড়িয়েছে আর বেড়েছে তাদের গাড়ির সংখ্যা সাথে যাত্রী সেবার মানও উন্নত থেকে আরো উন্নততর হচ্ছে।

সড়ক পথে যাত্রীসেবা দেওয়ার উদ্দ্যেই জাপানির হিনো ব্রান্ডের বাস দিয়ে যাত্রীসেবা পরিচালনা করছে স্টারলাইন পরিবহন কোম্পানিটি।আন্তর্জাতিক মানের যাত্রীসেবা উন্নত মানের গাড়ি সু-শিক্ষিত গাইড প্রশিক্ষণ প্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রধান করে আসচ্ছে।নিরাপদ ও আরামদায়ক ভ্রমনে স্টার লাইন পরিবহন বাংলাদেশে উন্নত ও আধুনিক মাএা যোগ করেছে।

বর্তমানে স্টার লাইন পরিবহনের অধীনে ননএসি বাস রয়েছে প্রায় ২১০ মতো এবং এসি বাস রয়েছে ৪০ মতো সব মিলিয়ে প্রায় আড়াইশতাধিক গাড়ি তাদের বহরে রয়েছে এবং এই বাসগুলো দেশের বিভিন্ন রুটে চলাচল করছে।

বর্তমানে স্টার লাইন পরিবহন যেসকল রুটে চলাচল করছে।তা হলো

ফেনী-ঢাকা-ফেনী

ফেনী-চট্টগ্রাম

ফেনী-কক্সবাজার

ঢাকা-ফেনী-কক্সবাজার

ঢাকা-ফেনী এসি বাসের ভাড়া ৩৫০ টাকা

এবং ঢাকা-ফেনী ননএসি বাসের ভাড়া ২৭০ টাকা

ঢাকা-কক্সবাজার এসি বাসের ভাড়া ১০০০ টাকা  

ঢাকা-ফেনীর বাসগুলো ঢাকার টিটিপাড়া,মানিকনগর সায়দাবাদ ও আবদুল্লাহপুর এবং এয়ারপোর্ট থেকে ১৫-৩০ মিনিট পর পর ফেনীর উদ্দ্যেশ্যে ছেরে যায়।

যাত্রী সেবার কথা মাথায় রেখে স্টার লাইন ঢাকা-ফেনী রুটে প্রতিনিয়ত নতুন নতুন এসি ও ননএসি বাস নামিয়ে যাচ্ছে প্রতি বছরই।

তো বন্ধুরা আপনারা যদি স্টার লাইন পরিবহন বাসগুলোতে ভ্রমন করে থাকেন তাহলে আপনার ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here